sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সারাদেশের ন্যায় জয়পুরহাটেও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মে ২, ২০২৫, ০৮:৩১ পিএম সারাদেশের ন্যায় জয়পুরহাটেও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

সত্যেরপথে ডেস্ক : সারাদেশের ন্যায় জয়পুরহাটেও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত।

বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে রামদেও বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক- এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মে আলী হিম্মত, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম এবং জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সত্যেরপথে.কম/আরিফ

Side banner