sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পাঁচবিবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সত্যের পথে | সারাদেশ প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ১১:২৪ পিএম পাঁচবিবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২২ আগষ্ট/২৪ জয়পুরহাটের পাঁচবিবিতে শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মবল্বীদের ধর্মী য় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। আগামী ২৬ শে আগষ্ট সোমবার সনাতন ধর্মবল্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবাধ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন কল্পে সকলের প্রতি উদাত্ব আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন আব্দুল মমিন। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়সাল বিন আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা তৃপ্তি রানী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনিল রায়, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, বাগজানা সার্বজনীন মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী সাধন চন্দ্র মহন্ত ও সাধারণ সম্পাদক দীপঙ্কর অধিকারী রিপন সহ অনেকে। 

সত্যেরপথে.কম/এবি

Side banner