শামীম কাদির : নবনির্বাচিত জাতীয়রাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদেরকে অভিনন্দন জানিয়ে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। নতুন কমিটি দেওয়ায় মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
বুধবার (১০ জুলাই) বিকালে স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি,রিজভী আহাম্মেদ, আনিছুর রহমান, গোলাম রাব্বানী মাস্টার,সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব,রাসেল তালুকদার,ফাহাদ,রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের, যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।
উল্লেখ, মঙ্গলবার (৯ জুলাই) আবুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :