sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আগুনে দগ্ধ হয়ে জয়পুরহাটে শিশুর মৃত্যু


সত্যের পথে | শামীম কাদির প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ১২:০১ এএম আগুনে দগ্ধ হয়ে জয়পুরহাটে শিশুর মৃত্যু

শামীম কাদির : জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম অর্ক।সে জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের শয়ন মন্ডলের মেয়ে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ক নিজ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। তখন পূজা দেওয়ার সন্ধ্যাবাতির আগুন লেগে দগ্ধ হয় অর্ক। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় শিশুটি।তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে।

শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সত্যেরপথে.কম/এবি

Side banner