সত্যেরপথে ডেস্ক : আজ মঙ্গলবার জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার পৌর সদরে সরকারি মজিবর রহমান কলেজ গেট সংলগ্ন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও চেয়ারম্যান- কামরুজ্জামান কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট দুই আসনের এমপি পদ প্রার্থী- ওবায়দুর রহমান চন্দন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক- গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক- সেলিম রেজা ডিউক, জেলা যুব দলের আহ্বায়ক- এটি এম শাহনেয়াজ শুভ্র, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- আব্দুল মতিন শাম্স, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সভাপতি- আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম পল্টু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা- রফিকুল ইসলাম চপল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- মোশারফ হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক- নেওয়াজ, সদস্য সচিব- রমিম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভার পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন, সাবেক ছাত্রদল যুবদল নেতা ও বিএনপি নেতা- আমিনুর রশিদ ইকু।
এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট দুই আসনের এমপি পদ প্রার্থী- ওবায়দুর রহমান চন্দ তাঁর বক্তব্যে বলেন, আক্কেলপুরে বিএনপি ও উন্নয়নের সাথে জড়িত এমন ব্যক্তিরা আর আমাদের মাঝে নেই তাঁদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্বরণ সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, আমি আক্কেলপুরের সন্তান আমি আক্কেলপুরের মাটি ও মানুষকে হৃদয় থেকে বিশ্বাস ও ভালোবাসি, আমার চেয়ে অন্য কোনো এলাকা থেকে এসে আমাদের আক্কেলপুরের কৃষক শ্রমিক ভাইয়ের কখনো আপন হতে পারেনা। ওবায়দুর রহমান চন্দন আরও উল্লেখ করে বলেন, আমার আক্কেলপুরের মাটিতে যারা মাদক চোরাকারবারী করে আমাদের যুব সমাজকে ধংস করছেন তারা এখনি সাবধাণ হন এবং এসব ছেড়ে দেন। নইলে আক্কেলপুরের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমি আপনাদেরকে ধংস করবো।
সত্যেরপথে.কম/আরিফ
আপনার মতামত লিখুন :