sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ক্যাবল (বি সি এল)লি: কোম্পানির ডিপো ও শোরুম উদ্বোধন


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:৫৫ পিএম বাংলাদেশ ক্যাবল (বি সি এল)লি: কোম্পানির  ডিপো ও শোরুম উদ্বোধন

সত্যের পথে ডেস্ক: জয়পুরহাট জেলাধীন ক্ষেতলাল উপজেলার মামুদপুরের চৌমহনী বাজারে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি সি এল কো:ম্পানী ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ রায়হান আলী, সাবেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি সানোয়ার মেম্বার, আমন্ত্রিত অতিথি: মোঃ আব্দুল্লাহ্ আল সাহাদ (বি সি এল ক্যাবল কোম্পানির পরিবেশক জয়পুরহাট ।

আরও উপস্থিত ছিলেন,মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও শো রুমের স্বত্তাধীকারী,ফজলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দোকান মালিকরা।

এসময় রায়হান আলী বলেন, আমরা আস্থা ও বিশ্বাসের সাথে আপনাদের সাথে বি সি এল ক্যাবল ব্যবসা করবো ইনশাআল্লাহ। আমাদের ক্যাবলের গুণগত মান অনেক অনেক ভাল এবং অরিজিনাল তামার তৈরী। বিসি এল ক্যাবল আপনাদের ক্যাবল হিসেবে ব্যবহার করবেন। উক্ত উদ্বোধন অনুষ্টানের সভাপতিত্ব করেন,জনাব ফখরুজ্জামান চৌধুরী রুমি।

সত্যেরপথে.কম/এবি

Side banner