sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ক্ষেতলাল এসিল্যান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:২১ পিএম ক্ষেতলাল এসিল্যান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ

আবু হাসান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দিঘীপাড়া মহল্লার এক প্রভাষকের জমি দখল ও এসিল্যান্ডকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী প্রভাষক কৃষ্ণপদ দেবনাথ। ২৫ আগস্ট সোমবার বেলা ২ টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

জানাগেছে, প্রভাষক কৃষ্ণপদ দেবনাথের সাথে একই মহল্লার রণজিৎ দেবনাথের জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলছিলো। এবিষয়ে বিজ্ঞ আদালত ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই প্রতিবেদন রণজিৎ দেবনাথের বিপক্ষে যাওয়ায় এসিল্যান্ড  উৎকোচ নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন রণজিৎ।

এবিষয়ে কৃষ্ণ চন্দ্র দেবনাথ ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আমার পিতা ১৯৫৬ সালে ক্ষেতলাল মৌজায় ২১ শতক জমি ক্রয় করেন এবং অদ্যবধি পর্যন্ত সরকারি গেজেট ভুক্ত সকল কাগজপত্রদি আমার পিতার নামে প্রস্তুত হয়। একই গ্রামের রনজিৎ চন্দ্র দেবনাথ জোরপূর্বক ওই জমিতে অনুপ্রবেশের চেষ্টা করলে। তার বিরুদ্ধে  আমি আদালতে মামলা দায়ের করি। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা দু’দফা তদন্ত করে আমার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করে।

কৃষ্ণপদ দেবনাথ আরো বলেন, এ রিপোর্টে অসন্তুষ্ট হয়ে প্রতিপক্ষ রনজিৎ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলে এবং ইউটিউবে অপপ্রচার চালায়। তিনি এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রভাষক কৃষ্ণপদ দেবনাথ।
রণজিৎ চন্দ্র দেবনাথ বলেন, এসিল্যান্ড তদন্তে এসে তার পাতানো লোকদের থেকে তথ্য নিয়েছে। আমি জানতে পেয়ে কাগজপত্র  নিয়ে এসিল্যান্ড অফিসে গেলে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এতে আমার অনুমান হয় অতিরিক্ত উৎকোচের বিনিময়ে বিজ্ঞ আদালতে একতরফা প্রতিবেদন দাখিল করেছেন তিনি।

সত্যেরপথে.কম/এবি

Side banner