আকতার হোসেন বকুল : পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : আজ২৪ আগষ্ট-২৫
জয়পুরহাটের পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহের সমাপনী হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বালিঘাটা ইউপি'র সাবেক চেয়ারম্যান আবুল হোসেন। সর্বশেষ শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের দেশের গান, জারি গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :