sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ক্ষেতলালে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৩১ পিএম ক্ষেতলালে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

আবু হাসান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান আক্কেলপুর  সরকারি মুজিবর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বলে জানাগেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে ধানের চারা রোপণের প্রস্তুতির জন্য বাবার সঙ্গে আছরাঙ্গা দিঘীর পাড়ে কাজ করছিলেন আব্দুল হান্নান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যেরপথে.কম/এবি

Side banner