sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পাঁচবিবিতে কষ্ঠী পাথর উদ্ধার করেছে র‌্যাব-৫


সত্যের পথে প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:২৮ পিএম পাঁচবিবিতে কষ্ঠী পাথর উদ্ধার করেছে র‌্যাব-৫

আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানশপুরে অভিযান চালিয়ে কালা পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। একাজের সঙ্গে জড়িত ০২'জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

সোমবার দুপুরে র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত রোববার বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ দল অভিযান চালিয়ে মূল্যবান কালা পাথরের একটি বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি পৌরসভার দানেজপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে মোঃ মোরসালিন সরকার রাহাত (২৩)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় তারা দীর্ঘদিন ধরে পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত। অবৈধভাবে মূর্তি সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচারে করে থাকে। র‍্যাব দানেজপুর এলাকায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করে। পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদেরকে পাঁচবিবি থানায় হস্তান্তর করেন।

সত্যেরপথে.কম/এবি
 

Side banner