sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে ছুটির দিনেও সেবা মিলছে স্বাস্থ্য কেন্দ্রে


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ১০:০৯ এএম জয়পুরহাটে ছুটির দিনেও সেবা মিলছে স্বাস্থ্য কেন্দ্রে

শামীম কাদির : জয়পুরহাটে সরকারি ছুটির দিনেও গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের চিকিৎসা সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। ঈদুল আজহার ছুটিতেও জরুরী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলছুমা জানান, অনেক গর্ভকালীন মা ও তাদের অভিভাবকদের কাছে অজানা হলেও ঈদের ছুটির দিনগুলোতেও তাদের চিকিৎসেবা চালু রয়েছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় গত ঈদুল আজহার বেশ লম্বা ছুটির মধ্যেও সদর উপজেলার ৯ টি ইউনিয়নের স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসা সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা সুমাইয়া আক্তার জানান, ঈদের মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে পরি। এই গ্রাম থেকে জেলা সদরে হাসপাতালে যেতে অনেক সময় লাগবে। সেই জন্য আমি এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিয়েছি। আমাদের ভালোলাগার বিষয় ঈদের ছুটিতেও এখান থেকে চিকিৎসা সেবা পেয়েছি। 

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা আরিফা নামের এক ৪ বছরের শিশুর মা মিনা খাতুন জানান, আগে থেকেই আমি এইখানে আমার শিশু কন্যাকে নিয়ে এসে চিকিৎসা সেবা নিতাম। ঈদের ছুটিতেও যে সেবা দেওয়া হয় জানতাম না। আজ এসে জানলাম।

ঈদুল আজহায় ছুটির মধ্যে সদর উপজেলার ৯ টি  ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে ১০০ জন গর্ভবতী মা, ১২০ জন শিশু, ৩০ জন কিশোরী,  ৪০০ জন সাধারণ রোগী চিকিৎসা প্রদান করা ছাড়াও পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়েছে

সত্যেরপথে.কম/এবি

Side banner