মিনার হোসেন , আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে তাল গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত বুধবার দুপুরে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বারইল নয়াপাড়া গ্রামের লতিফ (৪৫) বাড়ীর অদুরে তাল গাছ হতে ওই গাছের তাল পাড়তে গেলে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা আহত লতিফকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ায়ার পথেই সে মারা যায়। সে ওই গ্রামের মিলু মন্ডলের ছেলে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :