মিনার হোসেন , আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি চালকের মৃত্যু হয়েছে। জানা যায় গত শুক্রবার দুপুরে আক্কেলপুর- দুপঁচাচিয়া সড়কের গোপীনাথপুরের কড়য়তলী নামক স্থানে মাইক্রোর সাথে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভুটভুটির চালক মহিদুল (৪১) ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন।
স্থানীয়রা জানান দুটি গাড়ী দ্রত গতিতে কড়িতলী নামক স্থানে রাস্তা ক্রস করে পার হওয়ার সময় সংঘর্ষ হয় ।
এতে ঘটনাস্থলেই ড্রাইভার মহিদুল মারা যায়। আক্কেলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ তার স্বজনরা নিয়ে যায়। উক্ত ভুটভুটি চালকের বাড়ি বগুড়া জেলার দুপঁচাচিয়া উপজেলার তালোড়াতে ।
সত্যেপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :