sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাংবাদিক সংস্থা বদলগাছীর নতুন কার্যকরী কমিটি গঠন  


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ১১:৪৫ এএম সাংবাদিক সংস্থা বদলগাছীর নতুন কার্যকরী কমিটি গঠন  

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সাংবাদিক সংগঠন, সাংবাদিক সংস্থা বদলগাছী- এর নতুন দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শহীদুল ইসলাম সভাপতি এবং মো. মিঠু হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১২ জুন (বৃহস্পতিবার) বেলা ১২ টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক  সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্ত করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, অর্থ সম্পাদক মোঃ রুবেল হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ফরহাদ হোসেন। নির্বাহী সদস্য আব্দুর রউফ, নির্বাহী সদস্য গোলাম সারোয়ার। অবশিষ্ট সদস্যগণ সাধারণ সদস্য হিসেবে সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন। আলোচনা সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির নেতৃত্বে সাংবাদিক সংস্থা বদলগাছী আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
 

সত্যেরপথে.কম/এবি

Side banner