sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৪:৩৭ পিএম পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি

 আকতার হোসেন বকুল : মঙ্গলবার সকাল সাড়ে ১০'টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র মুষলধারে বৃষ্টি হয়। মাত্র আধা-ঘন্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বৃষ্টির পানি জমে। এতে প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি পরিচালনা করা সম্ভব হয়নি।

উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ (হাটখোলা) বৃষ্টির পানিতে ডুবে যায়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী বলেন, পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের মাঠটি উঁচু হলেও আমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে এতে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। হাটখোলা গ্রামের অভিভাবক আব্দুল আলিম বলেন, স্কুলের পাশে আমার বাড়ি একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাটি কেটে স্কুল মাঠটি উঁচু করা প্রয়োজন। উপজেলার কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোকতারা উচ্চ বিদ্যালয়ের একটিই মাঠ।

দেখা যায় উভয় প্রতিষ্ঠানের মাঠটি বৃষ্টির পানিতে ভরে গেছে। কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুস শাহাদত বলেন, কিছুদিন আগে মাঠে মাটি ভরাট করা হয়েছে। তবে আর একটু উঁচু করা হলে বৃষ্টির পানি জমতে পারবে না। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন দৃশ্য দেখা যায়।

সত্যেরপথে.কম/এবি

Side banner