আকতার হোসেন বকুল : জয়পুরহাটে "পাঁচবিবি প্রিমিয়ার লীগ (পিপিএল) সিজন-৮ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার পাঁচবিবি ক্রিকেট একাডেমীর আয়োজনে খোদা বক্স স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে সমাপনীটি অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন।
জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ হাফিজুর রহমান আকন্দ রিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বে- সরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব (সাংবাদিক), বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মোঃ নাজমুল হক, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, আবু তাহের, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবির, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মোজাফফর রহমান সাজা, স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু।
সমাপনী খেলায় যুবদল স্পোর্টিং ক্লাবকে ২ ইউকেটে হারিয়ে প্রিন্স এনটারপ্রাইজ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :