sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ডা. জুবাইদাসহ বেগম জিয়া দেশে ফিরছেন বরণের সকল প্রস্তুত শেষ 


সত্যের পথে | প্রধান সংবাদ প্রকাশিত: মে ৪, ২০২৫, ১১:৪৪ পিএম ডা. জুবাইদাসহ বেগম জিয়া দেশে ফিরছেন বরণের সকল প্রস্তুত শেষ 

প্রধান সংবাদ : ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। বরণের সকল প্রস্তুত শেষ করেছেন বিএনপি

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে বরণ করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের খিলক্ষেত থানা বনাম দক্ষিণখান থানার খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বরণ করতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ৭১টি ওয়ার্ড এবং ৬২০টি ইউনিটের সব পর্যায়ের নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অভ্যর্থনা জানিয়ে আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়া হবে। এ ছাড়া দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, তাকেও বরণ করতে আমরা প্রস্তুত।

আমিনুল হক বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বসিত মনোভাব, যে আনন্দিত মনোভাব এবং সাধারণ মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার তৈরি হবে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা দেওয়ার জন্য। সেই বাঁধ ভাঙা জোয়ার ঠেকানোর সামর্থ্য আমাদের কারো নেই।

সত্যেরপথে.কম/এবি

Side banner