sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পাঁচবিবিতে আওয়ালীগের চেয়ারম্যান অপসারণ দাবীতে মানববন্ধন 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৮:০৩ পিএম পাঁচবিবিতে আওয়ালীগের চেয়ারম্যান অপসারণ দাবীতে মানববন্ধন 

আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ'লীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। বরিবার সকাল ১'টায় পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার, সা: সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সা: সম্পাদক নিয়ামুল হাসান রাহুল।

চেয়ারম্যান মামুনুর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ'লীগের দোসর ও পলাতক ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার সহযোদ্ধা। তিনি দূর্নীতিবাজ, ভোটচোর ও হত্যাকারী একজন চেয়ারম্যান। গত ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে পরিষদে অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরিষদের কাজ চলমান রাখতে তাকে অপসারণ করে প্রশাসক বা প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের নিকট স্বারকলিপি প্রদান করেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner