sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জয়পুরহাট আদালতের কর্মচারীদের কর্ম বিরতি


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মে ৬, ২০২৫, ১১:২৩ এএম জয়পুরহাট আদালতের কর্মচারীদের কর্ম বিরতি

শামীম কাদির : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতনভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সদস্যগণ।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঐ দুই ঘণ্টা সর্বাত্মক কর্ম বিরতি পালন করেছেন তারা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সহসভাপতি আবু সায়েদ, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকারসহ অন্যরা।

বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণে আমরা  দুই ঘণ্টা কর্ম বিরতি পালন করেছি। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

সত্যেরপথে.কম/এবি

Side banner