sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

আমি এমপি হলে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করবো : গোলাম মোস্তফা 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৭:৪৭ পিএম আমি এমপি হলে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করবো : গোলাম মোস্তফা 

সত্যেরপথে ডেস্ক : জয়পুরহাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আজ রোববার বিকেলে আক্কেলপুর সরকারি এমআর ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভা করেছেন।

আক্কেলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রামাণিক জনসভায় সভাপতিত্ব করেন। জনসভায় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই জনসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। ইঞ্জিয়ার গোলাম মোস্তফা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম। তখন আমাদের দল বিএনপি ক্ষমতায় ছিল না। ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের এই আসনকে উন্নয়বঞ্চিত করেছিল। এবার যদি দল আমাকে মনোনয়ন দেয় আর আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে জয়পুরহাট-২ আসনকে টেন্ডারবাজ-চাঁদাবাজ-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করব। জয়পুরহাট-২ আসন সারা দেশে মডেল হিসেবে গণ্য হবে।

উক্ত আক্কেলপুর পৌর যুবদলের সাবেক সভাপতি এম কেরামত আলী বলেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দলের দুর্দিনে জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি একজন পরীক্ষিত নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তাঁকে ( ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা) দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি। জনসভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, জেলা বিএনপির সাবেক নেতা আব্দুস সামাদ বাবু, বিএনপি নেতা অ্যাড : হারুনুর রশীদ, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, বিএনপি নেতা- শামছুজ্জোহা রকেট, সাবেক কাউন্সিলর- রেজাউল করিম, বিএনপি নেতা- জুলফিকার আলী শ্যামল, হুমায়ন কবীর রানাসহ বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

 সত্যেরপথে.কম/এবি

 
Side banner