sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

আক্কেলপুরে আওয়ামীঅ লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৭:২৮ পিএম আক্কেলপুরে আওয়ামীঅ লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার

সত্যেরপথে ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। 

 আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিদ্যালয় থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার নামে জয়পুরহাট সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

সত্যেরপথে.কম/এবি

Side banner