sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৪:৫৪ পিএম পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত 

আকতার হোসেন বকুল : জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মা পাড়ায় কৃষি মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার আয়মা গ্রামের কৃষক মোঃ মোশারফ হোসেনের বাড়ির উঠানে জাকস ফাউন্ডেশনের আয়োজনে কোকোডাস্টের চারা উৎপাদন বিষয়ক প্রদর্শনীর মাঠ দিবস হয়।

পিকেএসএফের আর্থিক সহায়তা প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান। এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরে-আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সহ এলাকার শতাধিক নারী-পুরুষ চাষী।

এ সময় কৃষক মোশারফ বলেন, আগে আমি জমিতে বিভিন্ন রকমের ফলের ও সবজির চারা উৎপাদন করতাম। জাকসের কৃষি কর্মকর্তা শাহিন ভাইয়ের পরামর্শে কোকোডাস্টের চারা উৎপাদন শুরু করি। এবছরই আমি ৭'লক্ষর বেশি টাকার চারা বিক্রয় করেছি এখনো বীজতলায় অনেক চারা আছে।

সত্যেরপথে.কম/এবি

Side banner