sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


সত্যের পথে | শামীম কাদির প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৯:৪৬ পিএম জয়পুরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শামীম কাদির : স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়সহ প্রমুখ।সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মান্য করা করার আহ্বান জানান। এই আইনেও যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner