sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

পাঁচবিবির মাহিন দেশের ক্ষুদে বিজ্ঞানী


সত্যের পথে | সত্যেরপথে প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ১১:০৫ পিএম পাঁচবিবির মাহিন দেশের ক্ষুদে বিজ্ঞানী

আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রতিনিধি :জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর মহল্লার মাহির আসিফ মাহিন দেশের শ্রেষ্ঠ দ্বিতীয় ক্ষুদে বিজ্ঞানী নির্বাচিত হয়েছে। ৪৫’তম জুনিয়র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪ অনুষ্ঠিত মেলায় মাহিন নিজের তৈরী রোবট প্রদর্শন করে এ কৃতিত্ব অর্জন করেন। দেশের ৬৪’টি জেলার ক্ষুদে বিজ্ঞানীরা নিজেদের তৈরী বৈজ্ঞানিক যন্ত্রপাতি মেলায় প্রদর্শন করেন। প্রতিযোগিতায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম হলেও জয়পুরহাটের পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিন দ্বিতীয় স্থান অর্জন করেন। জোবাইদা ইসলাম নামের দারুল ইসলাহ একাডেমীর অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী মাহিনের সহযোগি ছিলেন। গত ১২’ই জুন ঢাকার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে ৪৫’তম জুনিয়র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪ মেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহিনের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মুন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারি।

মাহিনের এমন অর্জনে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসি ও পরিবারের সবাই বেশ আনন্দিত ও খুশি। মাহিনের বাবা মোঃ মাহমুদুল হাসান একটি কোম্পাণীতে রিপ্রেজেন্টিভের চাকরী করলেও মা একজন গৃহিনী। মাহিনের মা লিসা আক্তার বলেন, আমার ছেলের আজকের এ সফলতার পিছনে ওর নানীর অবদানই বেশী। দারুল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বলেন, মাহিন শ্রেণী কক্ষের পাঠদানে যেমন মেধাবী বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরীতেও তেমন অভিজ্ঞ। প্রধান শিক্ষক আরো বলেন, মাহিন একাধিক এমন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে এবং জয়লাভ করে স্কুলের সুনাম বয়ে এনেছে। মাহিন আরো এগিয়ে যাক এজন্য শিক্ষক/শিক্ষার্থী ও বাবা-মা সবার নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner