কালাই প্রতিনিধি : তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে পৌঁছে দিতে গণমিছিল ও লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে কালাই সরকারি মহিলা কলেজ থেকে পাঁচশিরা বাজার পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।
আমার নির্বাচনী এলাকায় কোন অফিসে অনিয়ম, দুর্নীতি, ঘুষ চলবেনা। আমি নিজে চাকরি জীবনে শতভাগ সততার সাথে কাজ করেছি এবং আমার অফিস ছিল ঘুষ দূর্নীতি মুক্ত। আমার কাছে কোন অনিয়মের প্রশ্রয় নেই। বিশেষত ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভয়ের সংস্কৃতি এখানে থাকবে না। এখানে আইনের শাসনের থাকবে, প্রত্যেকটি মানুষ তার নাগরিক অধিকার পাবে। প্রত্যেকটি মানুষের মূল্যবোধ লালিত করা হবে। শহরকেন্দ্রিক গ্রাম গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, আমি এলাকায় সারা পাচ্ছি ব্যাপক ভাবে এবং আমি যেখানে যাচ্ছি সেখানে শত শত লোক, হাজার হাজার লোক জড়ো হয়।
আমি চাই পথসভা সংক্ষিপ্ত করার জন্য এবং গ্রামের মানুষদের সাথে কথা বলার জন্য সীমাবদ্ধ থাকতে চাই। কিন্তু আমি যে গ্রামে যাচ্ছি সেখানে শত শত লোক জড়ো হয়। বাজার এলাকা গুলোতে গেলে হাজার লোক পর্যন্ত জড়ো হয়। এভাবে মানুষ আমাকে অত্যন্ত আস্থায় রেখেছে, মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি মানুষের এই আস্থা ও ভালোবাসার মূল্য দিতে চাই। এলাকার সার্বিক উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। ইতোমধ্যে সাধারণ মানুষের কল্যাণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার ব্যক্তিগত কোন চাহিদা ও প্রয়োজন নেই। আমি আমার জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ সময়ে আরও উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, আক্কেলপুর বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান এলান, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলীম, পুনট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী রিপন, আক্কেলপুর থেকে বিএনপি নেতা- রফিকুল ইসলাম চপল, তরিকুল ইসলাম তুহিন, আব্দুর রউফ মাজেদ, জিন্দারপুর ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ কবিরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :