সত্যেরপথে ডেস্ক : সারা দেশের ন্যায় আক্কেলপুরেও জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত। আজ জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সকাল ১০ টায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে র্যালী প্রদক্ষিণ করা হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌরসভার মেয়র- শহীদুল আলম চৌধুরী, প্যানেল মেয়র- সাদেকুর রহমান সাদেক, সহকারী কমিশনার (ভূমি)- মোঃ ফিরোজ হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, স্কাউটের উপজেলা সাধারণ সম্পাদক- সানোয়ার হোসেন সানা প্রমূখ।
সত্যেরপথে.কম/আরিফ
আপনার মতামত লিখুন :