sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১

আসন্ন ঈদের দিনে বিভিন্ন এলাকায় বৃষ্টি বাদলের সম্ভাবনা


সত্যের পথে | সারাদেশ প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ১০:৫২ পিএম আসন্ন ঈদের দিনে বিভিন্ন এলাকায় বৃষ্টি বাদলের সম্ভাবনা

আসন্ন ঈদের দিনে বিভিন্ন এলাকায় বৃষ্টি বাদলের সম্ভাবনা রয়েছে।আর মাএ দুইদিন পরেরই ঈদুল আজাহা। গত সপ্তাহে থেকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস।সেই অনুযায়ী ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানান, এখন মনসুন মৌসুম, সে অনুযায়ী সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদের দিন সেভাবে থাকবে, সে ক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।তিনি আরও জানান, ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্য পরিমাণে হতে পারে। অন্যদিকে, রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদের দিনের তাপমাত্রা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম সে জায়গায় তাপপ্রবাহ থাকবে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পর থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে।

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner